তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে ব্লগার header কে দুটি অংশে ভাগ করবেন



আজকে দেখাবো কিভাবে আপনার ব্লগার ব্লগের হেডারকে দুটি অংশে ভাগ করবেন ৷ অর্থাৎ হেডারকে দুই ভাগ করে হেডারের ডান পাশে একটি সেকশন তৈরি করবেন ৷ এরপর ইচ্ছেমত কোন গ্যাজেট বা গুগল এডসেনস কোড বসাতে পারবেন ৷ এখানে ব্যানার এড দেখাতে পারবেন ৷ কিংবা গুগল কাস্টম সার্চ বক্স যুক্ত করতে পারবেন ৷ যাই হোক এবার মুল আলোচনায় আসি ৷



* প্রথমে ব্লগারে Login করুন ৷

* এরপর ড্যাশবোর্ড এর Template ক্লিক করুন ৷

* এখন Edit Template লেখায় ক্লিক করুন ৷

* আপনার টেমপ্লেট এর কোড গুলো দেখতে পাবেন ৷ এখন উপরের "Jump to Widget" ক্লিক করে "Header1" ক্লিক করুন ৷

* এখন আপনি নিচের কোডগুলো দেখতে পাবেন ৷




* এই কোডগুলোর ঠিক নিচেই Header 2 এর কোডগুলো কপি করে পেস্ট করে দিন ৷





* এখন নিচের কোডটুকু খুজুন ৷ খুজে পেলে তার উপরে নিচের ডিজাইন কোডটুকু পেস্ট করে দিন ৷

]]></b:skin> 




আপনি ইচ্ছামত পারছেন্ট নির্ধারণ করে দিতে পারবেন আপনার টেমপ্লেট এর Width অনুযায়ী ৷

* যাই হোক, এখন Save Template লেখায় ক্লিক করুন ৷

* এবার Layout ক্লিক করুন এবং রিফ্রেশ করুন ৷ তাহলে আপনি Header এর নিচে "Add a Gadget" লেখা দেখতে পাবেন ৷ এখানে আপনি ইচ্ছামত কোন Widget বা গুগল এডসেনস কোড বসাতে পারবেন ৷

যদি Layout অংশে Header 2 দেখতে না পান তাহলে উপরের ডিজাইন কোডের নিচে নিচের কোডটুকু পেস্ট করে দিন ৷




এবার Save ক্লিক করুন ৷ তারপর রিফ্রেশ করে দেখুন ৷ ধন্যবাদ ৷