আজকে শেয়ার করবো কিভাবে ব্লগে বা ওয়েব সাইটে একটি Custom search box (কাস্টম সার্চ বক্স) যুক্ত করবেন ৷
এজন্য যা আপনাকে করতে হবে
* প্রথমে ব্লগারে লগইন করুন ৷
* এরপর ড্যাশবোর্ড এর Layout ক্লিক করুন ৷
* এখন যে জায়গায় সার্চ বক্স যুক্ত করবেন সেখানে Add a gadget লেখায় ক্লিক করুন ৷
* এরপর যে মেন্যু আসবে সেখান থেকে HTML/JavaScript নির্বাচন করুন ৷
* এখন যে বক্স ওপেন হবে তার নাম এর জায়গা ফাকা রেখে content এর ঘরে নিচের কোডটুকু পেস্ট করে দিন ৷
তারপর সেভ বাটনে ক্লিক করুন ৷ এরপর চাইলে আপনি ইচ্ছামত জায়গায় সেটাকে স্থাপন করতে পারবেন ৷ এজন্য সেটার উপর মাউছ পয়েন্টার রেখে বাম বাটন চেপে ড্র্যাগ করে ইচ্ছেমত জায়গায় নিয়ে মাউছ ছেড়ে দিন ৷
এরপর Save Arrangement লেখায় ক্লিক করুন ৷ আপনার সব কাজ শেষ ৷
এখন আপনার ব্লগ দেখুন ৷ কি কাজ হয়েছে তো ? না হলে কমেন্ট করে জানাবেন অথবা Contact form এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন ৷
আজকে বিদায়, ভাল থাকবেন সবাই.....