আজকের টিপস কিভাবে ব্লগে বা সাইটে ভিজিটর বাড়ানো যায় ৷ ভিজিটর বাড়াতে চাইলে আপনাকে অনেক পরিশ্রম ও ধৈর্যশীল হয়ে এগুতে হবে ৷ আপনার ওয়েবসাইটের জন্য প্রচুর পরিমাণে ট্রাফিক বয়ে আনতে গেলে আপনার ওয়েবসাইটটিকে প্রধান বা জনপ্রিয় কোন সাইটের পেজে যায়গা করে দিতে হবে । আর এজন্য আপনার লেখাটি অবশ্যই খুব দৃষ্টি নন্দন এবং আকর্ষনীয় হতে হবে। পুরাতন খবর বাদ দিয়ে আপনাকে অবশ্যই নতুন এবং আপডেট খবর নিয়ে লিখতে হবে৷ এছাড়াও ভিজিটর বাড়াতে গেলে আরো কিছু কাজ করতে হবে যা নিচে ধারাবাহিক ভাবে আলোচনা করা হলো ৷
১. আপনার ব্লগ বা সাইটকে google, ask, bing বা yahoo তে submit করুন। অনেক সময় আমাদের email এ অনেক ধরনের Spam ইমেইল আসে ৷ এসব মেইলে অফার করা থাকে যে কিছু টাকার বিনিময়ে আপনার সাইটকে ২৫০০০ সার্চ ইনজিনে সাবমিট করে দেবে। কিন্তু এটা অনেকটাই মিথ্যা কথা ৷ তাই এর কোন দরকার নেই। কারণ ইন্টারনেট এর প্রায় অর্ধেক জায়গা দখল করে আছে google ৷ এরপরে আছে bing এবং তারপরে আছে yahoo ৷ আর অবশিষ্ট সামান্য কিছু স্থান দখল করে আছে অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো । তাই google, ask, bing ও yahoo এই চারটি সার্চ ইনজিনে ব্লগ/ওয়েব সাইট সাবমিট করলেই যথেষ্ট । এর বাইরে থেকে ভিজিটর আসা না আসা সমান ব্যপার ৷
২ . ধরে নিন আপনি সাইট submit সফল ভাবে করলেন ৷ তাই এর পরের কাজ হল নিয়মিত পোস্ট বা কনটেন্ট লেখা এবং Copy Pest কাজ করা থেকে সর্বদাই বিরত থাকা। এতে করে সময় লাগলেও সার্চ ইনজিন আপনার সাইট বা ব্লগকে অন্যান্য নতুন সাইট এর তুলনায় তাড়াতাড়ি ইনডেক্স করবে।
৩. যাই হোক ব্লগ বা সাইটের ভিজিটর বাড়াতে গেলে আরেকটি কাজ করতে হবে ৷ আর সেটি হলো আপনাকে প্রতিদিন কমপক্ষে একটি করে নতুন পোস্ট লিখতে হবে ৷ এতে করে যেকোন ভিজিটর আপনার ব্লগে/ সাইটে নতুন কিছু লিখা হল কিনা তার কৌতূহলে ফিরে আসবে এবং ভালো লাগবে এক পর্যায়ে বুকমার্ক করবে। আর তাই অবশ্যই আপনার কন্টেন্ট হতে হবে মৌলিক, কপি পেস্ট মুক্ত এবং নিয়মিত ।
৪ . ব্লগে/ ওয়েবসাইটে পোস্ট নিয়মিত ভালভাবে লিখার পর আপনার কাজ হলো আপনার সাইট/ ব্লগ এর ডিজাইন সুন্দর করা। অর্থাৎ সাইটকে সুন্দর এবং আকর্ষনীয় করে সাজানো ৷ এই কাজ করলে ভিজিটররা আকৃষ্ট হবে।
৫. ব্লগে বা সাইটে অতিরিক্ত Widget বা গ্যাজেট লাগাবেন না। কারন বেশি গ্যাজেট লাগালে সাইট লোড হতে অনেক সময় লাগে এবং এতে ভিজিটর বিরক্ত হয়।
৬. আপনার সাইটকে ভালোভাবে SEO (Search Engine Optimization) করুন ৷ এজন্য অন পেজ অপটিমাইজেশন এবং অফ পেজ অপটিমাইজেশন দুটোই করুন ৷ এতে করে খুব তাড়াতাড়ি আপনার সাইটে ভিজিটর বৃদ্ধি পাবে ৷
৭. আপনার ব্লগ বা ওয়েব সাইটে সোশ্যাল প্লাগইন যেমন Facebook like, Facebook share, Twitter tweet, Google plus share, digg share, ইত্যাদি যুক্ত করুন। ফলে এসব কাজ করা থাকলে আপনার পোস্ট বা সাইট শেয়ার করলে সহজেই আপনার সাইটে আপনাকে আর ও ভিজিটর এনে দিবে।
৮. আমাদের দেশে এমন অনেক সাইট আছে যেগুলোতে সবসময় প্রচুর ভিজিটর online এ থাকে ৷ যেমনঃ prothom alo blog, techtunes, somewhere in blog, amar blog, tunerpage, bissoy ইত্যাদি। এ সকল ব্লগের পেজ রেঙ্ক অত্যন্ত ভালো। তাই আপনি এ সকল ব্লগে গিয়ে আপনার website টি নিয়ে পোষ্ট করুন এবং আপনার ব্লগ বা সাইট এর লিঙ্ক দিন। এতে করে কিছু ভিজিটর পাবেন। এছাড়া যে কোন ব্লগের/সাইটের মন্তব্যেও আপনার সাইটের লিঙ্ক দিতে পারেন ৷
৯. আপনি যদি একজন প্রফেশনাল ব্লগার হন তবে ইংরেজি ব্লগ বানান এবং ইংরেজিতে কনটেন্ট লিখুন । তাহলে বাংলাদেশ ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেক ভিজিটর পাবেন। আর এভাবে ভিজিটর এনে দিবে সার্জ ইন্জিন ৷
১০. আপনার ব্লগে একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্লগিং এর প্রতিযোগিতা আয়োজন করুন আর সাধ্যমত পুরস্কার দিন। ফলে পুরস্কারের লোভে অনেক ভিজিটর আসবে ৷
১১. আপনি High rank প্রাপ্ত ওয়েবসাইটে মন্তব্য করে, মন্তব্যের শেষে আপনার সাইটের লিংক দিয়ে আসুন ৷ এভাবেও আপনার সাইটে ভিজিটর বাড়াতে পারেন। এটাকে backlink বলে। আর এই পদ্ধতি ওয়েব সাইটের ভিজিটর বাড়ানোর অন্যতম প্রধান উপায়গুলোর মধ্যে একটি । তবে এক্ষেত্রে অবশ্যই একটি কথা মনে রাখতে হবে যে কমেন্টগুলো আপনি করবেন তা বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত হতে হবে ৷
১২. সাইটের ভিজিটর বাড়ানোর জন্য আপনার ওয়েবসাইটকে কোন সামাজিক বুকমার্কিং সাইটে যোগ করুন ৷ এজন্য আপনি ইন্টারনেটে খুজলেই অনেক বুকমার্কিং সাইট পাবেন ৷ তবে সবাই আপনাকে ফ্রীতে সাইট যোগ করার সুবিধা দিবে না ৷ কাজেই প্রাথমিক পর্যায়ে যেটাতে ফ্রী পাবেন সেটাতেই বুকমার্কিং করুন ৷ যেমনঃ Facebook, Digg, StumbleUpon, Mixx, Reddit, Yahoo Buzz ইত্যাদি।
১৩. অনলাইনে Digital Point, Blogger Forum, Yahoo Answers এরকম অসংখ্য ফোরাম সাইট রয়েছে। আপনি এসব ফোরামে নিয়মিতভাবে অংশগ্রহন করুন এবং মন্তব্য করুন ৷ এরপরে সেটার নিচে আপনার সাইটের লিঙ্ক দিয়ে আসুন। এতে লোকে আপনার সাইটে ভিজিট করবে। তবে মন্তব্যটিকে আকর্ষনীয় করে তুলুন যাতে তা সহজেই মানুষের চোখে পড়ে।
১৫. অনলাইনে চ্যাট করার সময় চ্যাট বক্সে আপনার ওয়েব সাইটের লিঙ্ক প্রদান করুন ৷ এটাও হতে ট্রাফিক বাড়ানোর অন্যতম একটা উপায়। তবে অনেক লোক এটা নাও পছন্দ করতে পারে। তাই ভেবে চিন্তে কাজ করুন ৷ তবে নিঃসন্দেহে এটাও সাইটের ভিজিটর বাড়ানোর অন্যতম একটা উপায়।
১৬. ফেসবুকে আপনার সাইট বা ব্লগ এর নামে পেজ খুলুন ৷ আর এতে নিয়মিত আপনার পোস্টের লিংক শেয়ার করুন ৷ ফলে যারা আপনার পেজকে follow করবে বা like করবে তারা আপডেট দেখে আপনার সাইট ভিজিট করবে ৷
১৭. ফেসবুকের বিভিন্ন জনপ্রিয় পেইজ ও গ্রুপ এর কমেন্ট এ আপনার সাইট এর ভালো কোনো পোষ্ট এর টাইটেল দিয়ে পোষ্ট এর লিংক দিন ৷ এতে করেও খুব ভালো ভিজিটর পাওয়া যাবে ৷
সবশেষে একটি কথাই বলব ৷ আপনি আপনার ব্লগ/সাইট এর উন্নতির জন্য কঠোর পরিশ্রম করুন এবং ধৈর্যশীল হন ৷
দেখবেন একদিন এমন সময় আসবে যেদিন আর আপনাকে ভিজিটর খুজতে হবে না ৷ ভিজিটরই আপনাকে খুজে নিবে।