তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে ব্লগার ব্লগে Sign in পাতা (Page ) যুক্ত করবেন

আজকে দেখাবো কিভাবে ব্লগার ব্লগে সাইন ইন পেজ যুক্ত করবেন ? আসলে ব্লগার ব্লগের ডিফল্ট টেমপ্লেটে এই অপশন দেয়া থাকেনা ৷ তাই ব্লগার সাইটে সাইন ইন করতে গেলে ব্লগারের মুল সাইটে প্রবেশ করতে হয় ৷ এরপর ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইন করতে হয় ৷ কিন্তু আজকে দেখাবো ব্লগার ব্লগে পেজ সেকশনে সাইন ইন বাটন যুক্ত করার নিয়ম ৷



১৷ আপনার ব্লগার ড্যাশবোর্ডে Log in করুন ৷

২৷ ড্যাশবোর্ড থেকে Page অপশনে ক্লিক করুন ৷

৩৷ এবার New page অপশনে ক্লিক করুন ৷ তাহলে নতুন একটি পেজ খুলবে ৷
৪৷ এখন Page title বা Name এর ঘরে লিখুন Sign in বা Log in কিংবা অন্য কিছু নাম দিতে পারেন ৷

৫ ৷ এবার একটু নিচে দেখুন পাশাপাশি দুটি ট্যাব আছে Compose /HTML ৷ আপনি HTML ক্লিক করুন ৷

৬ ৷ এবার নিচের বড় বক্সে কোডগুলো কপি করে নিয়ে পেস্ট করে দিন ৷



বিঃদ্রঃ উপরোক্ত কোডের মধ্যে blog ID = XXXXXX এর জায়গায় আপনার নিজের ব্লগ আইডি দিন ৷

৭৷ এখন উপরে ডানদিকে Publish বাটনে ক্লিক করুন৷ তাহলে আপনার পাতা তৈরি হয়ে গেল ৷ এবার তৈরিকৃত পাতাটি Publish করার পালা ৷ এজন্য বাম পাশে Layout মেনুতে ক্লিক করুন ৷

৮৷ হেডার সেকশনের নিচে বা যেখানে আপনি পেজ যুক্ত করেছেন সেখানে Page এর Edit অপশনে ক্লিক করুন ৷ এরপর যে পাতা বা উইন্ডো ওপেন হবে সেখানে সব পাতার তালিকা দেখতে পাবেন ৷

৯৷ এখন নতুন তৈরিকৃত Page এর নামের পাশে ছোট বক্সে টিক চিহ্ন দিন ৷

১০৷ এখন Save বাটনে ক্লিক করুন ৷ তাহলে আপনার তৈরি করা পাতাটি পাবলিশ হয়ে গেল ৷

এবার ব্রাউজারের অন্য একটি ট্যাবে আপনার সাইট ভিজিট করে দেখুন ৷ সবকিছু ঠিক থাকলে নতুন পাতাটি পেজ সেকশনে দেখতে পাবেন ৷
এখন উক্ত পাতায় ক্লিক করে দেখুন কেমন দেখাচ্ছে ? ইমেইল, পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে দেখুন কাজ করছে কি না ? ধন্যবাদ ৷