তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

জ্বিন আক্রমন করলে তাড়ানোর দুয়া




হঠাৎ করে যদি আপনাকে জ্বিন, ভুত, প্রেত আক্রমন করে থাকে তাহলে আপনি কি করবেন ? নিশ্চয় ভয়ে কাঁপতে থাকবেন অথবা চিৎকার করে দৌড়ে পালাবেন ৷ অথবা সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যাবেন ৷ এমনটা সবার ক্ষেত্রে হতে পারে ৷ তাই আজকে নিয়ে আসলাম জ্বিন অাক্রমন করলে কী করবেন ?


হঠাৎ করে যদি জ্বিন আক্রমণ করে তাহলে অাপনি এই দুয়া পড়বেন --

আউযুবিল্লাহি মিনকা, আউযুবিল্লাহি মিনকা, আউযুবিল্লাহি মিনকা ৷ আল' আনুকা বিলা' নাতিল্লাহিত তাম্মাতি ৷

অর্থঃ আমি আল্লাহর কাছে তোমার অনিষ্ট হতে মুক্তি চাই ৷ আল্লাহ তায়ালা তাঁর পূর্ণ অভিশাপে তোমাকে অভিশপ্ত করুন ৷
(মুসলিম )