আজ আমি ব্লগের সাইডবারে কিভাবে একটি ড্রপডাউন ব্লগলিংক/ ওয়েবসাইট লিংকের তালিকা তৈরি করা যায় তা দেখাবো ।
* ব্লগারে লগইন করে ড্যাশবোর্ডের
Layout পাতায় প্রবেশ করুন।
* এবার সাইডবার এলাকায় Add a Widget ক্লিক করুন ৷
* যে লিস্ট আসবে সেখান থেকে HTML/ JavaScripts ক্লিক করুন ।
* এখন উপরের বক্স ফাকা রেখে গেজেটের বক্সে নিচের কোডটি সম্পূর্ণ পেস্ট করুন।
নোটঃ
এখন address 1, 2, 3, 4, 5 এর জায়গায় আপনার পছন্দের ওয়েবসাইট, সংবাদপত্র বা ব্লগের ঠিকানা (address) লিখুন এবং Site Name 1, 2, 3, 4, 5 পরিবর্তন করে ঠিকানা সংশ্লিষ্ট সাইট বা ব্লগের নাম লিখুন।
এবার গেজেটটি সেভ করুন।
ব্যাস আপনার কাজ শেষ ৷ হয়ে গেল আপনার পছন্দের সাইট বা ব্লগ লিংক বা সংবাদপত্রের একটি ড্রপডাউন মেনু৷