আসসালামু অালাইকুম ৷ অাজকে অাপনাদের সামনে নিয়ে অাসলাম গ্রামে প্রবেশের দোয়া নিয়ে ৷ অামরা সবাই অাত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই ৷
কখনো শহর থেকে গ্রামে ৷ আবার কখনো গ্রাম থেকে শহরে বেড়াতে যাই ৷ কিন্তু অামরা অনেকেই জানিনা গ্রামে প্রবেশ করলে একটি দোয়া পাঠ করতে হয় ৷ এই দোয়াটি পাঠ করলে ইহকাল ও পরকাল দুই জায়গাতেই কল্যান ৷
উচ্চারনঃ আল্লাহুম্মা রব্বাস সামা-ওয়াতিস সাব‘ই ওয়ামা- আয্বলালনা ওয়া রব্বাল আরযীনাস সাব‘ই ওয়ামা আক্বলালনা ওয়া রব্বুশ শায়া-ত্বীনে ওয়ামা আয্বলালনা ওয়া রব্বার রিয়া-হি: ওয়ামা যারয়না, আসআলুকা খয়রা হা-যিহিল ক্বরইয়াতি ওয়া খয়রা আহলিহা- ওয়া খয়রা মা- ফীহা ওয়া আ‘উযুবিকা মিন শাররিহা- ওয়া শাররি অাহলিহা ওয়া শাররি মা ফী-হা ৷
অর্থ : ‘হে আল্লাহ ! তুমি সপ্ত আকাশ ও তার ছায়া এবং সপ্ত যমীন ও তার বেষ্টিত স্থানের রব, শয়তানদের ও তাদের দ্বারা ভ্রষ্টদের রব এবং প্রবল বাতাস যা ধুলি উড়ায়, তার রব। আমি তোমার নিকট চাচ্ছি এ গ্রাম, গ্রামবাসী ও যা কিছু গ্রামে রয়েছে তার কল্যাণ। আশ্রয় চাচ্ছি এ গ্রাম, গ্রামবাসী ও যা কিছু এ গ্রামে রয়েছে, তার অনিষ্ট হ’তে’ (হাকেম, আয-যাহাবী, ২য় খণ্ড, ১০০ পৃঃ; নাসাঈ)।