তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

জেনে নিন যানবাহনে উঠার দোয়া


আলী ইবনু রাবী‘আহ (রাঃ) বলেন, আলী (রাঃ)-এর নিকটে এক আরোহী নিয়ে যাওয়া হ’লে তিনি তার উপর পা রাখার সময় বলেন,

বিসমিল্লাহি আল-হামদুলিল্লাহি, সুব্হানাল্লাযী সাখ্খারা লানা- হা-যা- ওয়ামা- কুন্না- লাহূ মুক্বরিনীন ওয়া ইন্না- ইলা- রব্বিনা- লামুংক্বলিবূন, আল-হামদুলিল্লাহ, আল-হামদুলিল্লাহ, আল-হামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহা-নাকা আল্লাহুম্মা ইন্নী য:লামতু নাফ্সী ফাগফিরলী ফাইন্নাহূ লা- ইয়াগফিরুয যুনূবা ইল্লা আংতা।



অর্থ : ‘আমি আল্লাহর নামে আরোহন করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমি পবিত্রতা বর্ণনা করছি সে মহান আল্লাহর যিনি একে (বাহন) আমাদের জন্য অনুগত করে দিয়েছেন। যদিও আমরা একে অনুগত করতে সক্ষম ছিলাম না। আর অবশ্যই আমরা প্রত্যাবর্তন করব আমাদের রবের দিকে’। তার পর তিনবার ‘আল-হামদুলিল্লাহ’, অতঃপর তিনবার ‘আল্লাহু আকবার।
হে আল্লাহ! তোমার পবিত্রতা বর্ণনা করছি। হে আল্লাহ! আমি আমার আত্মার প্রতি অন্যায় করেছি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি ব্যতীত কেউ ক্ষমা করার নেই’ ৷
(তিরমিযী, ২য় খণ্ড, পৃঃ ১৮২, সনদ ছহীহ)