তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল চেক করবেন


সবাইকে হালকা শীতের অামেজে লাল গোলাপের শুভেচ্ছা ৷ আজকে আপনাদের সামনে হাজির হলাম নুতন দরকারি একটা টিপস নিয়ে ৷ আজকে দেখাবো কিভাবে ঘরে বসে বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল চেক করবেন ?

১। প্রথমে আপনার মোবাইলে *247# ডায়াল করুন।



২। এখন যে মেনু আসবে তার 5 নাম্বারে Pay Bill লেখা আছে ৷ তাই 5
প্রেস করে Send বাটনে ক্লিক করুন।

৩। এখন যে মেনু আসবে তার 1 নাম্বারে দেখুন Electricity লেখা আছে। তাই 1 প্রেস করে Send বাটনে ক্লিক করুন।

৪। এরপর যে মেনু অপশন পাবেন সেখানে 1 নাম্বারে PALLI BIDYUT লেখা আছে। তাই 1 প্রেস করে Send বাটনে ক্লিক করুন।

৫। এখন যে অপশন আসবে সেখানে 1  নাম্বারে Check Bill লেখা আছে। তাই 1 প্রেস করে Send বাটনে ক্লিক করুন।

৬। এখানে 1 নাম্বারে Input Bill A/C Number লেখা আছে। তাই 1 প্রেস করে Send বাটনে ক্লিক করুন।

৭। এখন যে মেনু আসবে তাতে লেখা পাবেন  Enter Customer Bill A/C Number ৷ তাই আপনার বিদ্যুৎ বিলের কাগজে উপরে লেখা ১৩ ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করে Send বাটনে ক্লিক করুন।

৮। এবার যে মেনু আসবে তাতে Enter BIll Month and Year লেখাটি আসবে ৷
তাই সেখানে যে মাসের বিল দিবেন সেই মাসের সংখ্যা এবং বছরের সংখ্যা টাইপ করে Send বাটনে ক্লিক করুন।
(যেমন জানুয়ারি, ২০১৯ এর বিলের
জন্য 012019 টাইপ করবেন ৷ এখানে বাম দিক থেকে প্রথম দুইটা সংখ্যা মাসের এবং পরবর্তী ৪ টা সংখ্যা বছরকে প্রকাশ করেছে ৷ )

৯। সবকিছু ঠিক থাকলে এবার যে লেখাটি ডিসপ্লেতে দেখতে পাবেন -

Check bill to: PALLI BIDDUT
Bill A/C Number: xxxxxx
Month/Year: 012019
Enter Menu Pin to confirm

সব ঠিক থাকলে আপনার বিকাশের গোপন পিন নাম্বার টাইপ করে Send বাটনে ক্লিক করুন।


ব্যাস ! আপাতত আপনার কাজ শেষ। এখন আপনার ফোনে পরপর দুইটা
এসএমএস আসবে। প্রথমটি আপনার রিকুয়েষ্ট গ্রহণ করা হয়েছে তা জানাবে এবং ২য় টিতে আপনার বিল পরিমান জানিয়ে  একটি মেসেজ অাসবে।


অাপডেট: প্রতিবার বিল চেক করতে এসএমএস চার্জ প্রযোজ্য ৷