তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে ব্লগ পোস্টে প্রিন্ট (Print) বাটন যুক্ত করবেন




আজকে শেয়ার করব খুব দরকারী একটি পোস্ট । আর সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার ব্লগের প্রতিটি পোস্টে প্রিন্ট আইকন যুক্ত করবেন ?
আজকাল প্রায়ই অনলাইন পত্রিকা পড়লে এই খবরটি প্রিন্ট করুন” লেখা দেখতে পাই । আর এই লেখায় ক্লিক করলেই প্রিন্ট অপশন চলে আসে । তাই আজকে দেখাবো কিভাবে ব্লগার ব্লগে এই কাজটি করা যায়?
এজন্য আপনি আপনার ব্লগে লগইন করে Dashboard যান



* Dashboard থেকে Theme ক্লিক করুন

* তারপর Edit HTML লেখায় ক্লিক করুন

* এবার নিচের ট্যাগটি খুজুন

<div class='post-footer'


খুজে পেলে ঠিক তার উপরে নিচের কোডগুলো পেস্ট করে দিন



<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<div style="float: left; padding-left: 10px;">
<a href="javascript:window.print()" rel="nofollow"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoZkbWsNt6TlSotoBswaRoQ4TBHOf1NmbU7ZJH7yUXKSEW9Aq0DYhKplH8NO9c5lNsuG2Gt4ot-s59Lybt87Po324akmcsIHYpgp10Dosg9t2G8qVgm7aZ90QLnjEKNJ4ShBpWx7Pj8HQ4/s1600/print_button.jpg" /></a></div>
</b:if>




তারপর Save ক্লিক করেন ব্যাস আপনার কাজ শেষ ৷এখন আপনার ব্লগ পোস্ট ভিজিট করে দেখুন ।