চাকুরী ২৫ বছর হলে আপনি আপনার পেনশনের ৯০ শতাংশ পাওনাদার হবেন। নতুন জাতীয় গেজেট ২০১৫ অনুযায়ী চাকুরী ৫ বছর হলে আপনি পেনশনের আওতায় আসবেন। আর আপনি তখন মোট পেনশনের ১৮% প্রাপ্ত হবেন। তবে ৫ বছরের নীচে চাকুরী কাল হলে আপনি কোন পেনশন পাবেন না। আর এক্ষেত্রে আর্থিক সহযোগীতা হিসেবে কেবল তিন মাসের মূল বেতনের সমপরিমান টাকা এককালীন প্রাপ্য হবেন ৷
এখন আসা যাক আপনি চাকরি শেষ করলে কত টাকা পেনশন পাবেন?
ধরুন আপনার চাকুরী কাল ২২ বছর। আপনার বর্তমান বেসিক বা মূল বেতন ১৮ হাজার টাকা।
তাহলে,
১. আপনি মোট পেনশনের কত শতাংশ পাবেন?
সুত্রটি হলঃ
চাকুরীকাল x ৩.৬ = পেনশনের শতকরা হার
সুতরাং-
২২ x ৩.৬ = ৭৯ % (প্রায়)
অর্থাৎ আপনি আপনার পেনশনের ৭৯% পাবেন ৷
২.আপনি কত টাকা একসাথে পাবেন?
সুত্রটি হলঃ
(বেসিক বেতন x শতকরা হার) ÷ ২ x বাধ্যতামুলক সমর্পিত অানুতোষিক ৷
সুতরাং- (১৮০০০ x ৭৯%) ÷ ২ x ২৩০
= ১৪২২০ ÷ ২ x ২৩০
= ৭১১০ x ২৩০
= ১৬,৩৫,৩০০ টাকা
কথায়ঃ ষোল লক্ষ পয়ত্রিশ হাজার তিনশত টাকা ৷
৩.আপনি প্রতিমাসে কত টাকা করে তুলতে পারবেন ?
সূত্রটি হলঃ
(বেসিক বেতন x শতকরা হার) ÷ ২+১৫০০ (মেডিকেল ভাতা )
সুতরাং- (১৮০০০ x ৭৯%) ÷ ২ + ১৫০০
= ১৪২২০ ÷ ২+ ১৫০০
= ৭১১০ + ১৫০০
= ৮৬১০ টাকা ৷
কথায়ঃ আট হাজার ছয়শত দশ টাকা ৷
ধন্যবাদ ভাল থাকবেন সবাই এই প্রত্যাশায় আজকের মত বিদায় নিচ্ছি ৷