আজকে শেয়ার করবো দরকারি একটি টিপস ৷ কিভাবে আপনি আপনার সাইটে ভাসমান কনট্যাক্ট আস
বাটন যোগ করবেন ৷ আসলে যারা নিয়মিত ব্লগিং করেন তাদের জন্য এই বাটন থাকাটা খুবই গুরুত্বপূর্ণ ৷ এটা থাকলে একদিকে যেমন ব্লগের
সৌন্দর্য বাড়ে অন্যদিকে নতুন ভিজিটর আকৃষ্ট হয় ।
তো কথা না বাড়িয়ে এবার আসল কথায় আসি ৷এজন্য আপনার ব্লগে লগইন করুন । এরপর
* Dashboard থেকে Theme এ ক্লিক করুন ।
* তারপর Edit HTML লেখায় এ ক্লিক করুন ৷
* এবার নিচের ট্যাগটি খুজুন ৷
<body>
* তারপর Edit HTML লেখায় এ ক্লিক করুন ৷
* এবার নিচের ট্যাগটি খুজুন ৷
<body>
খুজে পেলে ঠিক তার নিচে এই কোডগুলো পেস্ট করে দিন ৷
<a href='https://teck-park.com/contact-us' style='position:
fixed; top: 40%; z-index: 4;'><img border="0"
height="170" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZyOgac1hfGfHQ9WO73-eQT2sZYip4fzIP7miOvwWJXzXi2Lg2HN97G7jVlYqxGeQY49ePW9M6FKkG0iz_4b0QUOzShiaLbOD_2lPPML29UZq3p6isCsQ8FL3Rl1ImY6Vgf2jQ60gFJRfX/s200/floating+contact+me+button.png"
width="40" /></a>
কোড পেষ্ট করার আগে নিচের লিংকটির জায়গায় আপনার ওয়েব এড্রেস দিন ।
https://teck-park.com/contact-us'
তারপর Save এ ক্লিক করেন ৷ ব্যাস
আপনার
কাজ শেষ ৷এখন আপনার ব্লগ পোস্ট ভিজিট করে
দেখুন ।