কেমন আছেন আপনারা সবাই ? আজকে জানাবো কিভাবে আপনার সাইটের কোন লেখা পিডিএফ আকারে সেভ করে রাখবেন ৷ আর পরে আপনি যেকোন সময় সেটা পড়তে পারবেন ৷ কারন অনেক সময় দরকারি কিছু তথ্য পেতে বার বার অনলাইনে যেতে হয় ৷ কিন্তু যদি সেটা ভিজিটরকে পিডিএফ আকারে সেভ করার সুযোগ করে দেই তাহলে সাইট ভিজিট কম হলেও ভিজিটরের সময় এবং MB দুটোই বাঁচলো ৷ এতে ভিজিটরের কিছুটা হলেও উপকার হলো ৷
তাই কথা না বাড়িয়ে এবার কাজের কথায় আসি ৷
* প্রথমে আপনার ব্লগে লগইন করুন ৷
* ড্যাশবোর্ড থেকে Layout ক্লিক করুন ৷
* এখন যেখানে গেজেটটি যুক্ত করতে চান সেই পাশে Add a widget লেখায় ক্লিক করুন ৷
* এবার HTML/Java scripts ক্লিক করুন ।
* গেজেটটির নামের জায়গায় " Save PDF " বা "Make PDF" বা নিজের পছন্দমতো একটি নাম দিন।
* নিচে কোডের ঘরে নিচের কোডটি পেস্ট করে দিন ৷
* এখন সেভ বাটনে ক্লিক করুন ৷ এরপর অন্য একটি ট্যাবে ব্লগটি দেখুন ৷
* আপাতত আপনার কাজ শেষ ৷ এখন আপনি যে পাতা পিডিএফ করতে চান সেটা ওপেন করে তৈরিকৃত গেজেটটিতে ক্লিক করে দেখুন কাজ হয় কিনা ?