তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে ব্লগারে প্রিন্ট (Print) বাটন যুক্ত করবেন





কেমন আছেন আপনারা ? আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মজার একটি পোস্ট আর তা  হলো  কিভাবে আপনি আপনার ব্লগে  প্রিন্ট বাটন যুক্ত করবেন ? কারন আজকাল প্রায়ই অনলাইনে পত্রিকা পড়লে দেখা যায় এই খবরটি প্রিন্ট করুনবা একটি প্রিন্টারের ছবি আর এই  ছবি বা লেখায় ক্লিক করলেই প্রিন্টারের প্রিন্ট মেনু চলে আসে  তখন আমরা সেই পোস্টটি সহজেই প্রিন্ট করতে পারি । তাই আজকে দেখাবো কিভাবে ব্লগার ব্লগে এই কাজটি সহজে আপনি করবেন ?


এজন্য আপনি আপনার ব্লগে লগইন করুন এবং  Dashboard - যান

* Dashboard
থেকে Theme ক্লিক করুন

*
তারপর Edit HTML লেখায় ক্লিক করুন

*
এবার নিচের ট্যাগটি খুজুন
                  ]]></b:skin>                    


*
খুজে পেলে ঠিক তার উপরে নিচের কোডগুলো পেস্ট করে দিন


.BSPrintTXT span {
float:left;
font-size:150%;
text-transform:uppercase;
font-family:sans-serif;
font-weight:bold;
color:#ffffff;
padding:5px!important;
background:#333333;
margin-right:5px!important;
margin-bottom:5px!important;
}



*
এখন নিচের কোডটি খুজুন


         <div class='post-footer'>          

অথবা

            <data:post.body/>                 


খুজে পেলে ঠিক তার উপরে বা নিচে কোডগুলো পেস্ট করে দিন ৷ একাধিক বার এই কোড পেতে পারেন । তাই প্রথমবার কাজ না করলে পরেরগুলোতে চেষ্টা করে দেখুন অবশ্যই কাজ করবে ।   


<div class='BSPrintTXT'>
<span>Print It:</span>
<div style='float: left; padding-left: 10px;'>
<a href='javascript:window.print()' rel='nofollow'><img src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimYI6oszHjf72QBniVRo75efBLZ5DdsdsnKPzwysw5YoZs2szAdTrIjz4o16_LfPpEM279b3Pd3AxdqhLsnVF4IGaxpSPf-XaZorNy83vsNTNCtFqtCEa4u5IiQqlpEen5ROX59Kez2bEd/s1600/BS+Print1.png'/></a>
</div></div>
<div class='clear'/>


নোটঃ আপনি ইচ্ছা করলে Print It লেখাটি চেন্জ করে আপনার নিজের কোন লেখা দিতে পারেন
আর img src এর জায়গায় আপনার নিজের কোন ইমেজের লিংক দিতে পারেন