কেমন
আছেন আপনারা ? আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মজার একটি পোস্ট । আর তা হলো কিভাবে আপনি আপনার ব্লগে প্রিন্ট বাটন যুক্ত করবেন ? কারন আজকাল প্রায়ই অনলাইনে পত্রিকা পড়লে দেখা যায় এই খবরটি প্রিন্ট করুন” বা একটি প্রিন্টারের ছবি । আর এই ছবি বা লেখায় ক্লিক করলেই প্রিন্টারের প্রিন্ট মেনু চলে আসে । তখন আমরা সেই পোস্টটি সহজেই প্রিন্ট করতে পারি । তাই আজকে দেখাবো কিভাবে ব্লগার ব্লগে এই কাজটি সহজে আপনি করবেন ?
এজন্য আপনি আপনার ব্লগে লগইন করুন এবং Dashboard - এ যান ৷
* Dashboard থেকে Theme এ ক্লিক করুন ।
* তারপর Edit HTML লেখায় এ ক্লিক করুন ৷
* এবার নিচের ট্যাগটি খুজুন ৷
]]></b:skin>
* খুজে পেলে ঠিক তার উপরে নিচের কোডগুলো পেস্ট করে দিন ৷
.BSPrintTXT span {
float:left;
font-size:150%;
text-transform:uppercase;
font-family:sans-serif;
font-weight:bold;
color:#ffffff;
padding:5px!important;
background:#333333;
margin-right:5px!important;
margin-bottom:5px!important;
}
* এখন নিচের কোডটি খুজুন ৷
<div class='post-footer'>
অথবা
<data:post.body/>
খুজে পেলে ঠিক তার উপরে বা নিচে কোডগুলো পেস্ট করে দিন ৷ একাধিক বার এই কোড পেতে পারেন । তাই প্রথমবার কাজ না করলে পরেরগুলোতে চেষ্টা করে দেখুন অবশ্যই কাজ করবে ।
<div class='BSPrintTXT'>
<span>Print It:</span>
<div style='float: left; padding-left: 10px;'>
<a href='javascript:window.print()' rel='nofollow'><img src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimYI6oszHjf72QBniVRo75efBLZ5DdsdsnKPzwysw5YoZs2szAdTrIjz4o16_LfPpEM279b3Pd3AxdqhLsnVF4IGaxpSPf-XaZorNy83vsNTNCtFqtCEa4u5IiQqlpEen5ROX59Kez2bEd/s1600/BS+Print1.png'/></a>
</div></div>
<div class='clear'/>
নোটঃ আপনি ইচ্ছা করলে Print It লেখাটি চেন্জ করে আপনার নিজের কোন লেখা দিতে পারেন ।
আর img src এর জায়গায় আপনার নিজের কোন ইমেজের লিংক দিতে পারেন ।