আজকে শেয়ার করব মজার একটি পোস্ট । আর তা হচ্ছে কিভাবে আপনি আপনার ব্লগের প্রতিটি পোস্টে প্রিন্ট বাটন যুক্ত করবেন ?
আজকাল প্রায়ই অনলাইনে পত্রিকা পড়লে এই খবরটি প্রিন্ট করুন” লেখা দেখা যায় । আর এই লেখায় ক্লিক করলেই প্রিন্টারের প্রিন্ট মেনু চলে আসে । তাই আজকে দেখাবো কিভাবে ব্লগার ব্লগে এই কাজটি সহজে আপনি করবেন ?
এজন্য আপনি আপনার ব্লগে লগইন করে Dashboard এ যান ৷
* Dashboard থেকে Theme এ ক্লিক করুন ।
* তারপর Edit HTML লেখায় এ ক্লিক করুন ৷
* এবার নিচের ট্যাগটি খুজুন ৷
</head>
* খুজে পেলে ঠিক তার উপরে নিচের কোডগুলো পেস্ট করে দিন ৷
* এখন নিচের কোডটি খুজুন ৷
<data:post.body/>
খুজে পেলে ঠিক তার উপরে বা নিচে কোডগুলো পেস্ট করে দিন ৷
নোটঃ আপনি ইচ্ছা করলে Print this post লেখাটি চেন্জ করে আপনার নিজের কোন লেখা দিতে পারেন । আর
background: url এর জায়গায় আপনার নিজের কোন ইমেজের লিংক দিতে পারেন ।