কেমন আছেন আপনারা সবাই ? আজকে দারুন একটা টিপস নিয়ে হাজির হলাম আপনাদের সামনে ৷ আজকে জানাবো কিভাবে আপনার ব্লগের কমেন্টে দেয়া ব্যাকলিং অকার্যকর করে দিবেন ৷ অর্থাৎ কেউ আপনার ব্লগে এসে আপনার লেখা কোন পোস্টে কমেন্ট করলো এবং শেষে কমেন্টকারি তার নিজের সাইটের লিংক কমেন্টে রেখে দিল ৷ এই লিংকটাকেই মূলত বলা হয় ব্যাকলিংক ৷
আর আপনি ইচ্ছা করলে সেই লিংকটাকে ইনেকটিভ করে রাখতে পারবেন ৷ যার ফলে ভিজিটর কোন লিংক কমেন্টে রেখে গেলে সেটা সাধারণ টেক্সট লেখার মত থাকবে, লিংক আকারে প্রদর্শন হবে না ৷ ফলে কেউ ক্লিক করে তার সাইটে যেতে পারবে না ৷ কমেন্টকারির সাইটে যেতে চাইলে উক্ত লিংক কপি করে ব্রাউজারে পেস্ট করে নুতন ট্যাব খুলে যেতে হবে ৷
যাই হোক, এটা মূলত শেখার উদ্দেশ্যে লেখা ৷ কারন ব্যাকলিং ভিজিটর বাড়ানোর একটা অন্যতম উপায় ৷ কাজেই এভাবে ব্যাকলিং অকার্যকর না করাই ভাল ৷ তবে আপনার সাইটে বা ব্লগে যদি ভিজিটর বেশি থাকে এবং প্রতিদিন অনেক ভিজিটর কমেন্ট করে লিংক রেখে যায় আর সেটা যাচাই করতে অনেক সময় লাগে সেক্ষেত্রে আপনি এই পদ্ধতি কাজে লাগাতে পারেন ৷
তো এবার কাজের কথায় আসি ৷ আপনি আপনার ব্লগে লগইন করে
Dashboard এ যান ৷
* Dashboard থেকে Theme এ ক্লিক করুন ।
* তারপর Edit HTML লেখায় এ ক্লিক করুন ৷
* এবার নিচের ট্যাগটি খুজুন ৷
]]></b:skin>
খুজে পেলে ঠিক তার উপরে নিচের কোডগুলো পেস্ট করে দিন ৷
তারপর Save এ ক্লিক করেন ৷ ব্যাস
আপনার কাজ শেষ ৷
এবার আপনি নিজেই লগ আউট করে আপনার ব্লগার ব্লগে কোন পোস্টে কমেন্ট করে দেখুন কাজ হয়েছে কিনা ? ধন্যবাদ ৷