তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

ব্লগারে সহজে যুক্ত করে নিন প্রিন্ট (Print) বাটন

আজকাল প্রায়ই অনলাইনে পত্রিকা পড়লে এই খবরটি প্রিন্ট করুন” লেখা দেখা যায় । আর এই লেখায় ক্লিক করলেই প্রিন্টারের প্রিন্ট মেনু চলে আসে । তাই আজকে দেখাবো কিভাবে ব্লগার ব্লগে এই কাজটি সহজে আপনি করবেন ?




এজন্য আপনি আপনার ব্লগে লগইন করে Dashboard এ যান ৷

* Dashboard থেকে Theme এ ক্লিক করুন ।

* তারপর Edit HTML লেখায় এ ক্লিক করুন ৷

* এবার নিচের ট্যাগটি খুজুন ৷

        <div class='post-footer'>        

* খুজে পেলে ঠিক তার উপরে নিচের কোডগুলো পেস্ট করে দিন ৷


<div style="float: left; padding-left: 10px;">                                            
<a href="javascript:window.print()" rel="nofollow">Print this  post</a>
</div>                                                                                                         



অথবা আপনি যদি প্রিন্টারের ছবি যুক্ত করে লিংক দিতে চান তাহলে নিচের কোডটি পেষ্ট করে দিন ।


<div style="float: left; padding-left: 10px;">                                                                                  
<a href="javascript:window.print()" rel="nofollow"><img src="http://2.bp.blogspot.com            /-kT9UBjBGSMI/UlyIVJP1tQI/AAAAAAAAC6o/flI31udqZ5c/s1600/print_button.jpg" /></a>

</div>                                                                                                                                               

নোটঃ আপনি ইচ্ছা করলে Print this post লেখাটি চেন্জ  করে আপনার নিজের কোন লেখা দিতে পারেন । আর img src এর জায়গায় আপনার নিজের কোন ইমেজের লিংক দিতে পারেন ।