আপনারা সবাই জানেন ইউটিউব সবচেয়ে বড় এবং জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ৷ এ সাইটে অসংখ্য ভিডিও আপলোড হয় প্রতিদিন ৷ এরপর ভিজিটররা তা প্লে করে দেখেন ৷ কিন্তু ডাউনলোড করার উপায় খুজে পান না ৷ তাই আজকের টিপস কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন ?
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার বেশ কয়েকটি উপায় রয়েছে। যেমন অনলাইন টুলস এর সাহায্যে, লিংক চেঞ্জ এর মাধ্যমে অথবা সফটওয়্যার এর মাধ্যমে। কিন্তু তার মধ্যে সহজ উপায় আমি আপনাদের জানাব। তো চলুন শুরু করা যাক।
কম্পিউটারের মাধ্যমে ইউটিউব ভিডিও ডাউনলোড করার উপায়
* যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওটি ওপেন করুন বা প্লে করুন ৷
* ভিডিওটি চালু হলে Pause করুন বা থামিয়ে দিন ৷
* এবার উপরে এড্রেস বার এ যান, এড্রেস বার এ গিয়ে
http://www.youtube.com/24686
লিংক থেকে শুধু www. মুছে ফেলুন ৷
* এবার www. মুছে ফেলার পর সে জায়গায় ss লিখে দিয়ে এন্টার করুন।
লিংকটি ঠিক এরকম দেখাবে ৷
http://ssyoutube.com/24686
* তাহলে একটি নতুন ওয়েবপেজ আসবে
Save from নামে ৷ সেখানে ভিডিওটির পাশে পছন্দের ফরম্যাট নির্বাচন করুন ৷
* এখন Download (ডাউনলোড) লেখায় ক্লিক করুন।
* তাহলে ডাউনলোট শুরু হয়ে যাবে ৷ কিছুক্ষন অপেক্ষা করুন ৷
* ডাউনলোড কম্পিলিট মেসেজ পেলে আপনার কম্পিউটারের Download নামক ফোল্ডারে দেখুন ভিডিও সেভ হয়েছে ৷