তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে ব্লগার থেকে পোস্ট কপি করা বন্ধ করবেন






বর্তমানে কপি পেস্ট ব্যাপারটা একটা কমন সমস্যা হয়ে দাড়িয়েছে ৷ কারন অলসতার কারনে কেউ আর নিজে কষ্ট করে পোষ্ট লিখেনা বা সময়ের অভাবে লেখা হয় না ৷ অথচ কপি পেস্ট করে সহজেই সেটা করা যায় ৷ কিন্তু এতে সমস্যা হচ্ছে আপনি অনেক কস্ট করে একটা কনটেন্ট লিখলেন আর অন্য জন সেটা কপি করে তার নিজের নামে চালিয়ে দিল ৷ এতে আপনার কষ্ট, শ্রম, দুটোই অন্য জন নিয়ে নিল ৷ তাই আজকের টিপস কিভাবে আপনি আপনার ব্লগের বা সাইটের লেখা কপি হওয়া রক্ষা করবেন ৷
তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক -


* আপনি আপনারা ব্লগে এ লগ ইন করে Dashboard এ যান ৷
* Dashboard থেকে Theme এ ক্লিক করুন ।
* তারপর Edit HTML লেখায় এ ক্লিক করুন ৷
* এবার নিচের ট্যাগটি খুজুন ৷
         ]]></b:skin>  

খুজে পেলে ঠিক তার উপরে নিচের কোডগুলো পেস্ট করে দিন ৷ তারপর Save এ ক্লিক করেন ৷ ব্যাস আপনার কাজ কমপ্লিট ৷




এখন থেকে আর কেউ আপনার সাইট এর কোন কিছু সিলেক্ট করে কপি করতে পারবে না ৷