তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

জেনে নিন চোখ লাল হয় কেন






আমাদের চোখ কখনো কখনো লাল হয়ে যায়, চুলকায়, পানি পড়ে, ব্যথা করে ৷ কিন্তু আমরা জানিনা কেন লাল হয় ? তাই আজকের আয়োজন চোখ লাল হয় কি কারনে এবং লাল হলে করণীয় কি ?

চোখের কনজাংটিভার ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র রক্ত নালী অবস্থিত ৷ এই ছোট ছোট রক্ত নালী থেকে রক্ত বেরিয়ে আসলে এ অবস্থার সৃষ্টি হয়। সাধারণত দুটি কারনে চোখ লাল হয়৷ যেমন-
১.কনজাংটিভায় রক্তক্ষরণ
২.চোখের ভিতর রক্তক্ষরণ



১.কনজাংটিভায় রক্তক্ষরণের কারণ
*.চোখে আঘাত
*.জোরে কাশি (হুপিং কাশি)
*.অতিরিক্ত ভারী জিনিস তোলা
*.অতিরিক্ত বমি
*.রক্তের রোগ
*.ডায়াবেটিস
*.উচ্চ রক্তচাপ
*.কনজাংটিভার প্রদাহ
*.ঔষধের বিরূপ প্রতিক্রিয়া প্রভৃতি কারণে রক্ত ক্ষরণ হয়ে চোখ লাল হয়।


রোগের লক্ষণ ও উপসর্গঃ
*.চোখ লাল হয়ে যায়
*.সাধারণত কোন ব্যাথা থাকে না (আঘাত ছাড়া) দৃষ্টির তেমন কোন অসুবিধা হয় না
*.২/১ সপ্তাহের মধ্যে এই রক্ত আপনা আপনিই দূর হয়ে যায়।

চিকিৎসাঃ যেহেতু দৃষ্টির কোন অসুবিধা হয় না তাই চোখের চিকিৎসার তেমন প্রয়োজন হয় না।

২.চোখের ভিতরে রক্তক্ষরণ
*.চোখ লাল হয়ে যায়
*.আঘাত বা দুর্ঘটনার ইতিহাস থাকবে
*.সাধারণত এক চোখে কিন্তু দুই চোখেও হতে পারে
*.চোখে ব্যথা হবে
*.চোখের দৃষ্টি শক্তি কমে যেতে পারে

চিকিৎসাঃ উভয় চোখে প্যাড ব্যান্ডেজ করে বিশেষজ্ঞের নিকট রেফার করতে হবে।