কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয় ভাল আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা বিষয় নিয়ে। আর সেটা হচ্ছে কিভাবে আপনার ব্লগার ব্লগের পোস্ট কপি করা থেকে রক্ষা করবেন। কারন অনেকেই লেখা কপি করে নিজের ব্লগে পেস্ট করে নিজের নামে চালিয়ে দেয়। আর এতে আপনার কষ্ট, পরিশ্রম সব বৃথা হয়ে যায়। তাই আজকের পোস্ট ভিজিটরের মাউসের রাইট বাটন ডিজেবল করে আপনার মূল্যবান পোস্ট কপির হাত থেকে রক্ষা করার উপায়। আর এর জন্য তেমন কোন কোডের প্রয়োজন নেই। এমনকি সেরকম কোডিং জ্ঞান না থাকলেও হবে। একবারে নুতন ব্লগার হলেও এই কোড ব্যবহার করে যে কোন ভিজিটরের মাউস এর রাইট (ডান) বাটন অকেজো করে দিতে পারবেন। ফলে আপনার পোস্ট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি করতে পারবে না।
কথা না বাড়িয়ে এবার মূল কথায় আসি।
মাউসের রাইট বাটন ডিজেবল করতে আপনাকে যা যা করতে হবে -
* আপনার ব্লগে Log in করুন।
* এরপর Blogger Dashboard থেকে Layout ক্লিক করুন।
* এখন সাইটবার এলাকায় ‘Add a Gadget‘ লেখায় ক্লিক করুন।
* এখন যে মেনু আসবে সেখান থেকে HTML/JavaScript ক্লিক করুন।
* এখন যে বক্স আসবে তার নেম এর ঘর ফাকা রেখে নিচে কোড বক্সে নিচের কোডটুকু কপি করে পেস্ট করে দিন।
* এবার save ক্লিক করে সেভ করুন।
* এখন আপনার ব্রাউজারে একটি নিউ ট্যাব নিয়ে আপনার ব্লগ দেখুন এবং যে কোন জায়গায় মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখুন ক্লিক হয় না। লেখা আসবে function disabled!
আপনি ইচ্ছা করলে এই বার্তা নিজের লেখা দিয়ে পরিবর্তন করতে পারবেন। এজন্য নিচের কোডের যেখানে "function disabled" লেখা আছে সেখানে আপনার পছন্দের কথা লিখুন। তাহলে সেই লেখাটি প্রদর্শিত হবে।
ধন্যবাদ সবাইকে, ভাল থাকবেন।