কেমন আছেন আপনারা সবাই ? আজ আমি আপনাদের ব্লগ থেকে আয় করার উপায়ের কথা বলবো । আমরা যারা ব্লগ থেকে আয় করি তারা অবশ্যই কোন না কোন এড নেটওয়ার্ক এর সাথে জরিত। এড নেটওয়ার্ক কি টা অবশ্যই জানেন।
আমি কথা বলবো আজ বাংলাদেশী এডনেটওয়ার্ক সাইট নিয়ে । আমাদের দেশে ও বেশ কয়েকটি এড নেটওয়ার্ক সাইট চালু হয়েছে এবং মোটামুটি পেমেন্ট দিচ্ছে, তাও আবার বিকাশে কিংবা মোবাইল ফ্লেক্সিলোডে। কাজেই যাদের একটা ব্লগ বা ওয়েবসাইট আছে তারা অনায়াসেই বাড়তি কিছু ইনকাম করতে পারেন। আর এসব সাইট ব্যানার এড, পপ এড, ওয়ার্ড এড, রেফারেল ইত্যাদির মাধ্যমে আয়ের ব্যবস্থা রেখেছে।
তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। আমি শুধু যাদের ভিজিটর কম এবং অল্প কিছু আয় হবে এরকম সুবিধা অনুযায়ী বাংলাদেশী এড নেটওয়ার্ক এর তালিকা দিচ্ছি । আপনারা দেখে শুনে আইডি খুলবেন।
www.adloft.net
www.wap4dollar.com
www.green-red.com
www.bd-ads.com
www.earn4buzz.com
www.glossyad.com
http://ritsllc.com
www.revenuehits.com
www.popsup.net
http://shorgoad.com
ধন্যবাদ ভাল থাকবেন সবাই।