আজকে আমি শেয়ার করব ব্লগারে পোস্ট ভিউ বাটন যুক্ত করার উপায় নিয়ে। খুব সহজ একটি কোড যা যুক্ত করতে পারলে আপনার ব্লগ আরো সুন্দর আকর্ষণীয় হয়ে উঠবে। যার ফলে কোন পোস্ট কতবার ভিউ হয়েছে তা ভিজিটর এবং আপনি দেখতে পাবেন।
যাই হোক এবার আসল কথায় আসি।
>প্রথমে আপনার ব্লগে লগইন করুন।
> এবার ড্যাশবোর্ড এর বাম পাসের ড্রপডাউন মেনু থেকে প্রথমে "Template" লেখায় ক্লিক করুন।
> এরপর "Edit HTML" বাটনে ক্লিক করুন।
> এরপর যে কোডবক্স পাবেন সেখান থেকে নিচের লাইনটি খুজে বের করুন।
<div class='post-header-line-1'/>
এজন্য বক্সের যে কোথাও ক্লিক করে একসাথে "CTRL + F" চাপুন । তাহলে ডান পাসে কোনে একটি ছোট বক্স খুলবে। এখানে উপরের লাইনটি paste করে দিন। এরপর এন্টার চাপুন।
> এরপর আপনি উক্ত লাইন খুজে পেলে ঠিক সেই লাইনের পরে বা নিচে নিম্নোক্ত কোডগুলো কপি করে পেস্ট করে দিন
> কোড যুক্ত করার পর আপনি উপরে দেখুন "Save Template" লেখা আছে। এই লেখায় ক্লিক করে সেভ করুন।
সবকিছু ঠিক ঠাক মত করতে পারলে আপনার পোস্টে ভিউ বাটন যুক্ত হবে। আর যেকেউ কোন পোস্টের লিংকে ক্লিক করলে তা কাউন্ট হবে এবং কত ভিউ হয়েছে তা দেখা যাবে।