আজকে ছোট্ট একটি সফটওয়্যার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম । আপনাদের মধ্যে যারা গ্রামীনফোনের পুরাতন মডেম ব্যবহার করেন তারা ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারেন না কম্পিউটার দিয়ে । ব্যালেন্স চেক করতে গেলে মডেম খুলে সিমটা মোবাইলে ঢুকাতে হয় । এরপর ব্যালেন্স চেক করতে পারেন । কিন্তু আপনি ইচ্ছা করলে সিম না খুলেই ব্যালেন্স জানতে পারবেন । এজন্য ছোট্ট এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে আপনার পিসিতে ।
এই USSD Software টি এখান থেকে ডাউনলোট করুন । অত:পর ইনস্টল করুন । হয়ত সাথে সাথে আপনি এটি দেখতে পাবেননা । যদি দেখতে না পান তাহলে পিসি রিস্টার করুন । এরপর মডেম চালু করুন । দেখবেন Phonebook এর পরে USSD নামে একটি নতুন মেনু যুক্ত হয়েছে । এটিতে ক্লিক করুন । এবার
নিচের ছবিটি লক্ষ করুন ।
নিচের ছবিটি লক্ষ করুন ।
ছবির মত একটি নং লেখার ঘর পাবেন । সেখানে ব্যালেন্স দেখার কোড টাইপ করুন এবং Send বাটনে ক্লিক করুন । তাহলে একটি বার্তার মাধ্যমে আপনি ব্যালেন্স দেখতে পাবেন । শুধু ইন্টারনেট ব্যালেন্সই না আপনি আরো অন্যান্য সিমের সার্ভিসগুলো ও এর মাধ্যমে চালু, বন্ধ বা জানতে পানবেন ।
আজকে এ পর্যন্তই, ভাল থাকবেন সবাই ।