আজকে দেখাব কিভাবে টেমপ্লেট থেকে ওয়েডগেট ডিলিট করবেন বা মু্ছে ফেলবেন ।
এ টিপসটি তখনই দরকার পড়বে যখন আপনি টেমপ্লেট রিমুভ করার কোন অপশন পাবেন না ।
এজন্য আপনাকে যা যা করতে হবে-
1) আপনার Blogger এ লগইন করে Layout ক্লিক করুন ।
2) এবার যে ওয়েডগেট ডিলিট করতে চান তার Edit অপশন এ ক্লিক করুন ।
3) এখন নিচের মত একটি ছবি দেখতে পাবেন ।
4) ব্রাউজার এর এড্রেস বার থেকে widget ID কপি করে নিন ।
5)এবার ড্যাশবোর্ড থেকে template ক্লিক করুন । অত:পর
Edit HTML ক্লিক করুন ।
5) এখন Ctrl+F চাপুন এবং বক্সে widget ID পেস্ট করে ইন্টার চাপুন ।
6) আপনি নিচের মত একটা কোড দেখতে পাবেন ।
<b:widget id='Widget ID' locked='false' title='Widget title' type='Blog'>YOUR WIDGET CONTENT CODES APPEAR HERE</b:widget>
7) কোডটি পেলে Delete করে দিন ।
8) এবার Save ক্লিক করে সেভ করুন ।
8) এবার Save ক্লিক করে সেভ করুন ।
সবকিছু ঠিকঠাক থাকলে আপনার ওয়েডগেটটি মুছে যাবে ।