আমরা অনেকেই ইন্টারনেটে নানান ওয়েবসাইটে ঘুরাঘুরি করি। এ সময় নানান অপ্রয়োজনীয় ওয়েবসাইট আমাদের সামনে প্রায়ই হাজির হয়। যার ফলে আমাদের ইন্টারনেটের ব্যান্ডউইথ অযথা খরচ হয়। আমরা চাইলেই এই সব ওয়েবসাইটগুলোকে আমাদের পিসিতে ব্লক করে রাখতে পারি। এজন্য কোন সফটওয়্যার ব্যবহারের দরকার নেই। ছোট একটা ট্রিকস ব্যবহার করে সেটা আপনিও পারবেন।
এজন্য আপনাকে যা করতে হবে
১. প্রথমে Start – Run এ যান।
২. এবার c:windowssystem32driversetchosts টাইপ করুন।
৩. Notepad সিলেক্ট করে OK বাটনে ক্লীক করুন।৪. সেখানে দেখবেন 127.0.0.1 localhost লেখা আছে।
৫. তার ঠিক নিচে 38.25.63.10 Your Website link টি টাইপ করুন / পেষ্ট করে দিন।
৬. এবার Your Website link টির জায়গায় যে ওয়েবসাইটটি ব্লক করতে চান সেটি টাইপ করুন।যেমন ধরুনঃ আপনি facebook ব্লক করতে চান তাহলে লিখুন 38.25.63.10 facebook.com৭. এবার File – Save এ ক্লীক করুন।
৮. আপনার ব্রাউজারটি বন্ধ করে আবার চালু করুন। দেখুন আর ঐ ওয়েবসাইটে ঢুকা যাচ্ছে না।৯. এভাবে আপনি একাধিক ওয়েবসাইট ব্লক করতে পারবেন।
১০. আপনি চাইলেই লিষ্ট থেকে নাম মুছে দিয়ে সেই ওয়েবসাইটটিকে আনব্লক করতে পারবেন।
কোন সমস্যা থাকলে বা প্রশ্ন থাকলে মতামত করে জানাতে পারেন .. ধন্যবাদ