তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

OTG কি এবং এটি কি কাজে ব্যবহার হয়



OTG মানে on the go যেহেতু USB ব্যবহার করা হয় এতে তাই একে USB On The Go ও বলা যায় OTG ফাংশন সম্বলিত ফোন যদি আপনার  OTG ব্যবহার করে ফোনের সাথে Keyboard, Mouse, Pendrive, Card Reader সহজেই ব্যবহার করতে পারবেন

ফোনের ছোট কীবোর্ড ব্যবহার করতে ভালো লাগে না ? OTG  দ্বারা খুব সহজেই ফোনের সাথে কীবোর্ড বা মাউস ব্যাবহর করতে পারবেন এছাড়াও স্টোরেজ নিয়ে সমস্যা অনেকেরই কম স্টোরেজের কারনে বড় মুভি রাখতে পারেন না মোবাইল এ তাই পেনড্রইভ এ মুভি রাখেন usb দিয়ে পেনড্রাইভ মোবাইল এ কানেক্ট করেন অতঃপর তা মোবাইলেই দেখতে পারবেন ! তাই মূলত ষ্টোরেজ সমস্যার সমাধান করে OTG । 

আরেকটা কথা, কিছু Device OTG ব্যবহার করে আপনার ফোনকে Power Bank হিসেবে ব্যবহার করতে পারবেন হার্ডওয়্যার এর উপর ভিত্তি করে OTG এর বিভিন্ন ব্যবহার রয়েছেযেমন স্মার্টফোন এবং ট্যাবলেটের ক্ষেত্রে OTG সাপোর্ট থাকলে আপনি আপনার ডিভাইসের সাথে কী-বোর্ড,মাউস,হার্ডড্রাইভএবং ফ্ল্যাশ ড্রাইভ ইত্যাদি যুক্ত করতে পারবেন কিন্তু কথা হল সব স্মার্টফোন বা ট্যাবলেট কিন্তু OTG সাপোর্টেড নয় সেক্ষেত্রে আপনার ডিভাইসটি OTG সাপোর্টেড কিনা তা জানার জন্য ডিভাইসটির স্পেসিফিকেশন চেক করাই যথেষ্ট শুধুমাত্র OTG সাপোর্ট থাকলেই চলবে না এইসুবিধা ব্যবহার করার জন্য আপনার প্রয়োজনহবে একটি ভাল OTG ক্যাবলের বর্তমানে বিভিন্ন স্মার্টফোন এক্সেসোরিস দোকানে এই OTG ক্যাবল পাওয়া যায় 

 এখন আরেকটি বিষয় যা মনে রাখতে হবে তা হল আপনি যদি আপনার স্মার্টফোন বা  ট্যাবলেটের সাথে কোন প্রকার স্টোরেজ ডিভাইস যেমন হার্ডড্রাইভ বা ফ্ল্যাশড্রাইভ যুক্ত করতে চানতাহলে আপনাকে কিছু অ্যাপ ব্যবহার করতে হতে পারে… ( যেমন – USB Host Controller)

OTG ব্যবহার করে আপনি যা যা করতে পারবেন-USB OTG এর সাহায্যে আপনি আপনার স্মার্টফোন বা ট্যাবলেটের সাথে বিভিন্ন পেরিফেরাল ডিভাইসযেমন মাউস,কী-বোর্ড ইত্যাদি যুক্ত করে আপনার ডিভাইসটি নিয়ন্ত্রন করতে পারবেন

এছাড়া OTG এরমাধ্যমে আপনি আপনার ডিভাইসের সাথে বিভিন্ন স্টোরেজ ডিভাইস,যেমন- হার্ডড্রাইভ,পেনড্রাইভইত্যাদি যুক্ত করতে পারবেন শুধু তাই নয় আপনার ডিভাইসে একটি ফাইল ম্যানেজার ব্যবহার করে এইস্টোরেজ ডিভাইস গুলো থেকে ডাটা আদান প্রদান করতে পারবেনসেই সাথে এই এক্সটারনাল স্টোরেজ ডিভাইস গুলো থেকে গান বা মুভি প্লে করতে পারবেন