আমরা যারা ব্লগ চালাই তারা ভিজিটর বাড়ানোর জন্য বিভিন্ন ভাবে ব্লগের ডিজাইন করি । আজকে এমন একটি ডিজাইনের আলোচনা করছি যেটা আপনার জানা দরকার । আপনি লেবেল বা ক্যাটেগরি যুক্ত করলে এই পোস্ট আপনার জন্য ।
প্রথমে আপনার ব্লগে লগইন করুন । এবার ড্যাশবোর্ড থেকে Tamplate ক্লিক করুন । এখন Edit HTML ক্লিক করুন ।
এখন নিচের কোডটি খুজুন
<a expr:dir='data:blog.languageDirection' expr:href='data:label.url'>
আপনি পরপর দুইবার পেতে পারেন । প্রথমবার যে কোডটি পাবেন সেটি নিচের কোড দ্বারা রিপ্লেস করুন ।
<a expr:dir='data:blog.languageDirection' expr:href='data:label.url + "?max-results=5"'>
এবার টেম্পেট সেভ করুন । অন্য একটি ট্যাব খুলে আপনার ব্লগ দেখুন । আর পরিক্ষা করুন কাজ করছে কি না ?
না করলে কমেন্ট করে জানাবেন ।