HTML হল Hyper Text Markup Language. আর
Markup Language হচ্ছে কতোগুলো Markup ট্যাগ এর সমষ্টি !
এই HTML দিয়েই ওয়েব সাইট তৈরি করা হয়।
জেনে রাখা ভাল যে, HTML শেখার জন্য কোন ওয়েব সার্ভার প্রয়োজন হয় না।
মোটকথাঃ
Html হচ্ছে ওয়েব ডিজাইন করার প্রথম ধাপ। html জানা থাকলে নিজের ওয়েবসাইট নিজেই পছন্দমতো তৈরি করতে পারবেন। প্রোগ্রামিং জানেন না তারপরও পারবেন এই ল্যাঙ্গুয়েজ শিখতে যদি আগ্রহ আপনার থাকে ! কারণ html শিখতে আপনাকে প্রোগ্রামিং জানা লাগবেনা বরং html এর সহজ কিছু নিয়ম জানলেই হবে।