তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে HTMLবা CSS Code সহজেই Blogger ব্লগে পোস্ট আকারে দিবেন

আজকে দেখাবো কিভাবে কোনরকম কোডিং ছাড়াই HTML বা CSS কোড ব্লগে পোস্ট আকারে ভিজিটরদের দেখাবেন ! খুব সহজ একটা কাজ ! না দেখলে চরম মিস করবেন..
*এজন্য প্রথমে কোডগুলো কপি করে নিন !
*এরপর এই ঠিকানায় যান
http://www.blogcrowds.com/resources/parse_html.php
*এরপর বক্সের মধ্যে কোডগুলো পেস্ট করে দিন !
* Parse লেখায় ক্লিক করুন !
*এবার বক্সের মধ্যে যে লেখাগুলো দেখাচ্ছে তা কপি করে নিন !
*ব্লগারে লগইন করে new post ক্লিক দিন !
*টাইটেল দিয়ে পোস্ট লেখার বক্সে পেস্ট করে দিন!
*এবার পাবলিশ করুন !
*রিফ্রেশ দিয়ে ব্লগ দেখুন !