প্রথমে আপনার মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে
REG লিখে 1000 নং এ পাঠিয়ে দিন।
এবার একটু অপেক্ষা করুন। আপনি একটি PIN Code এর মেসেজ পাবেন। সেটি সেভ করে রাখুন !
এবার Balance Transfer করতে আপনার মোবাইলের Massage Option এ গিয়ে
লিখুন BTR PIN
Code Mobile No Amount তারপর Send করুন 1000 নাম্বারে।
যেমন: BTR 1234 01712345678 50 এবং পাঠিয়ে দিন 1000 নাম্বারে।
বিঃদ্রঃ খেয়াল রাখবেন আপনি ৫০ থেকে ৯৯ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন ! আর এই পিন কোডটি যেন অন্য কেউ না জানে।
জানলে সে গোপনে আপনার একাউন্ট হতে টাকা সরিয়ে নিতে পারবে।