আজকে শেয়ার করবো GP সিমের প্যাকেজ নিয়ে ! বর্তমানে জিপিতে তিনটি প্যাকেজ চালু আছে ! সেগুলো হচ্ছে বন্ধু, ডিজুস এবং নিশ্চিন্ত ! কিন্তু আপনি যদি দীর্ঘদিন ফোন ব্যবহার করেন কিংবা অন্য কারো প্যাকেজ জানতে চান তাহলে কিভাবে জানবেন ?
হ্যাঁ খুব সহজে জানতে পারবেন এজন্য মেসেজ অপশনে গিয়ে info লিখে 4444 নং এ পাঠিয়ে দিন | ফিরতি মেসেজে আপনাকে জানিয়ে দেয়া হবে আপনি কোন প্যাকেজে আছেন ? এছাড়া *4444# ডায়াল করে যে মেনু আসবে সেখান থেকে রিপ্লাই চেপে 4 চাপুন এবং OK চাপুন ! ফিরতি একটা মেসেজ আসবে, সেটা পড়ুন তাহলেই প্যাকেজ জানতে পারবেন !