অনেক সময় ফেসবুকে নিজের টাইমলাইনে অন্য কেউ কিংবা friend সার্কেল পোস্ট লিখে ! এর মধ্যে কেউ ফাজলামি করে কিংবা বাজে পোস্ট ও করে ! এতে অন্যান্যরা খারাপ মনোভাব পোষন করে ! তাই আজকে এ থেকে পরিত্রানের উপায় বলে দিচ্ছি
প্রথমে আপনার ফেসবুক প্রফাইলে লগ ইন করুন !
এরপর profile থেকে আপনি Settings & Privacy তে যান!
এরপর Timeline and Tagging এ ক্লিক করুন ! এখন Who can post on your timeline? লেখায় ক্লিক করুন ! এবার Only Me করে দিন ! ব্যাস কাজ শেষ ! এখন থেকে আর কেউ আপনার টাইমলাইন এ পোস্ট করতে পারবে না !