তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে Blogger ব্লগে Page number যুক্ত করবেন

আজকে শেয়ার করব গুরুত্বপূর্ণ একটা বিষয় । আপনার ব্লগকে আরো সুন্দর করে সাজাতে একটি পেজ নাম্বার গেজেট যুক্ত করে নিন খুব সহজে। এজন্য প্রথমে ব্লগারে লগইন করে Layout ক্লিক করুন। এরপর সবার নিচের দিকে ফুটার এলাকায় Add a gadget ক্লিক করে HTML/JAVA SCRIPT ক্লিক করুন। এরপর নামের বক্সটি ফাকা রেখে নিচের বক্সটিতে নিচের কোডগুলো পেস্ট করে দিন । অতঃপর সেভ করুন । এবার আপনার ব্লগ দেখুন ।



 এখানে প্রতি পেজে ৫ টি করে পাতা দেখনো হয়েছে । আপনি চাইলে নিজের মত করে সেট করে নিতে পারবেন। আজকে এ পর্যন্তই ।