তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে Blogger ব্লগে Label বা Category যুক্ত করবেন






আজকে দেখাব কিভাবে আপনার ব্লগকে আরো আকর্ষণীয় করে তুলবেন। আপনার ব্লগে যুক্ত করে নিন ক্যাটেগরি বা লেবেল নামক গ্যাজেট। এতে আপনার ব্লগের সৌন্দর্য আরও বাড়বে। আর এই ক্যাটাগরি যুক্ত করে আপনি কোন বিষয়ে বা বিভাগে কতটি পোস্ট করেছেন তা ভিজিটরকে দেখাতে পারবেন। এর জন্য যা করতে হবে :


* প্রথমে আপনার ব্লগার সাইটে সাইন ইন করুন।

* এরপর ড্যাশবোর্ড থেকে Layout এ ক্লিক করুন।

* এবার সাইডবারের যেখানে ক্যাটেগরি যুক্ত করবেন সেখানে একটি গ্যাজেট যুক্ত করুন বা Add a Gadget লেখায় ক্লিক করুন।

* তাহলে নতুন একটি উইন্ডো আসবে এবং ভাল করে দেখুন, Label নামক গ্যাজেট দেখতে পাবেন। এর ডানপাশে যুক্ত করুন বা + বাটনে ক্লিক করুন।


ব্যাস আপনার কাজ শেষ। এবার টেমপ্লেট সংরক্ষন বা Save Templet এ ক্লিক করে সেভ করুন।

এখন থেকে প্রতিবার পোস্ট পাবলিশ করার সময় ডান পাশে পোস্ট সেটিং অপশন থেকে Label ক্লিক করুন। আর আপনার পোস্টের ক্যাটেগরি নাম দিন। তারপর Done ক্লিক করুন। তাহলে পোস্টটি ক্যাটেগরিতে যুক্ত হবে এবং পরবর্তীতে যে কেউ তা দেখতে পাবে।