তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে Blogger এ 404 page কে homepage এ redirect করবেন

আজকে শেয়ার করছি এই দরকারী পোস্ট টি । দেখুন আপনার কাজে লাগে কি না ?

প্রথমে আপনার ব্লগে লগইন করুন । এবার ড্যাশবোর্ড  এর Settings থেকে  Search preferences ক্লিক করুন। নিচে ছবি দেখুন ।



how to redirect 404 error (page not found) to homepage in blogger
 এবার Custom Page Not Found এর Edit ক্লিক করুন এবং বক্সে নিচের কোড পেস্ট করে Save change ক্লিক করুন ।


 এখানে কোডঃ

<h1>Page Not Found!</h1>
<br><b>We're sorry but we could not find the page you are looking for.
This may happen if you have entered site URL incorrectly or this page doesn't exist anymore.</b>
<script type = "text/javascript">
BSPNF_redirect = setTimeout(function() {
location.pathname= "/"
}, 5000);
</script>


ব্যাস কাজ শেষ । এখন থেকে ৪০৪ ইরোর পেজ হোম পেজে রিডাইরেক্ট হবে । তবে আপনি ইচ্ছা করলে অন্য যেকোন পেজে তা পাঠাতে পারবেন । এজন্য pathname= "/ এখানে লিংক দিন" ।  তাহলে কাজ হবে । তো আজকের মত বিদায় ।