তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

বিকাশ থেকে যে কোন মোবাইলে ফ্লেক্সিলোড করুন অতি সহজে








আজকাল কমবেশি সবারই bkash একাউন্ট আছে। টাকা আদান প্রদান এর ক্ষেত্রে আমরা bkash ব্যবহার করছি। কিন্তু আমরা যদি bkash এর টাকা দিয়ে মোবাইল ফোন রিচার্জ করি, তাহলে কেমন হয় ? চলুন দেখি সেটা কিভাবে করবেন ?

* প্রথমে *247# ডায়াল করুন।
* এরপর ২য় অপশনটি (buy airtime) নির্বাচন করার জন্য reply চাপুন, অত:পর 2 চেপে Ok চাপুন।
* এবার যে সিমে ফ্লেক্সিলোড করবেন সেটার নাম যেমন -
1 Robi
2 Airtel
3 Banglalink
4 Grameenphone

নির্বাচন করার জন্য reply চেপে তার ক্রমিক নং চাপুন এবং Ok চাপুন।

* এবার আপনার সিমটি কোন ক্যাটাগরির তা নির্বাচন করুন, যেমন-
1 prepaid
2 postpaid
এজন্য আগের মত Reply চেপে 1/2 চেপে ok চাপুন।

* এখন যে নাম্বারে লোড দিবেন তা প্রবেশ করিয়ে Ok চাপুন।
* টাকার পরিমান প্রবেশ করান (কমপক্ষে ১০ টাকা) এবং Ok চাপুন।
* Confirm করতে আপনার পিন নং দিয়ে ok করুন।

একটু অপেক্ষা করুন, দেখুন টাকা চলে গেছে।
ধন্যবাদ সবাইকে।