আজকে আমি শেয়ার করতে যাচ্ছি স্বাস্থ টিপস্ | এটি আমার প্রথম টিউন | পড়ুন কাজে লাগবে |
আদার রসের উপকারিতাঃ
১. আদার রস
খেলে আহারে রুচি আসে।
২. আদার রসে মধু
মিশিয়ে খেলে কাশি সারে ।
৩. আদা মল পরিষ্কার
করে ।
৪. আদার রসে পেটব্যথা কমে ।
৫. আদা পাকস্থলী ও
লিভারের শক্তি বাড়ায় ।
৬. আদা স্মৃতিশক্তি বাড়ায়
।
৭. আদার রস শরীর
শীতল করে ।
৮.আদা রক্তশূন্যতা দূর
করে ।
৯. হৃদরোগ ও শরীরের
ভেতরে বায়ু ও
আমাশয় সারিয়ে তোলে।