তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

Grameen SIM দিয়ে কথা বলুন cheap rate এ

প্রথমে আপনার সিমের পাকেজ পরিবর্তন করে নিশ্চিন্তে চলে আসুন।
এজন্য N লিখে পাঠিয়ে দেন 4444 নাম্বারে অথবা ডায়াল করুন 4444 এবং 3 চাপুন | তারপর ৭০ টাকা রিচার্জ করুন (প্রতি মাসে ১বার)
সুবিধা:
২৪ ঘন্টা যেকোনো নাম্বারে কথা হবে-৭৬ পয়সা/মিনিট (ভ্যাট সহ)।
২৯ পয়সা/মিনিট রাত ১২ টা থেকে সকাল ৬টা পর্যন্ত কথা বলুন যেকোনো জিপি নাম্বারে, এ জন্য মাই জোন চালু করতে ডায়াল করুন *666*1# অফ করতে *666*9# |
সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৯ পয়সা/মিনিট এ কথা হবে যেকোনো জিপি নাম্বারে, এজন্য START T লিখে মেসেজ করুন 9999 নাম্বারে।