অনেক সময় আমরা ডিজাইনের সুবিধার্থে দুই তিনটা ব্লগ খুলি কিংবা সখের বশেও খুলে ফেলি| পরবর্তীতে আর এইসব ব্লগে লেখা হয়না | মাসের পর মাস ঐভাবে পড়ে থাকে | তাই এগুলো চিরতরে ডিলিট করাই ভাল| এজন্য ব্লগে লগ ইন করে ড্যাশবোর্ড থেকে settings এ ক্লিক করুন | অতঃপর other এ ক্লিক করুন | এখানে তিনটি অপশন পাবেন | শেষেরটিতে লেখা আছে delete blog. সেখানে ক্লিক করুন | অতঃপর আর একটি অপশন আসবে | সেখানে delete this blog লেখায় ক্লিক করুন |কাজ শেষ | উক্ত ডিলিটকৃত ব্লগটি ৯০ দিনের মধ্যে আবার রিকোভার করা যাবে| ৯০ দিন পর চিরতরে মুছে যাবে|