তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে Title Tag পরিবর্তন করে ভিজিটরকে আকৃষ্ট করবেন ?

 কিভাবে টাইটেল ট্যাগ পরিবর্তন করে আপনার পোস্টকে সার্জ ইন্জিন সহায়ক করে বেশি ভিজিটর আনবেন তা নিয়ে আজকের এই পোস্ট ।
  • নিজের গুগল আইডি ও পাসওয়ার্ড  দিয়ে ব্লগারে লগইন  করুন।
  • ড্যাশবোর্ডে Template  অংশের এডিট এইচটিএমএল (Edit HTML) পাতায় চলে যান। সেখানে প্রথম দিকে নিচের লাইনটি খুঁজে বের করুন।
  • <title><data:blog.pageTitle/></title>
  • লাইনটিকে সম্পূর্ণ সিলেক্ট (Select) করে নিচের কোডটি দিয়ে প্রতিস্থাপন (Replace) করুন।
  • <b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>
    <title><data:blog.pageTitle/></title>
    <b:else/>
    <title><data:blog.pageName/> ~ <data:blog.title/></title>
    </b:if>
  • এবার সেভ (Save) করুন।
  • অন্য ট্যাবে  ব্লগটির যে কোন পোস্টের টাইটেলে  ক্লিক  করুন। যখন শুধুমাত্র পোস্টটি দেখা যাবে তখন ব্রাউজারের টাইটেল বারে (Browser Title Bar) খেয়াল করুন। পোস্টের টাইটেলটি প্রথমে দেখাচ্ছে। আর ব্লগের নাম দেখাচ্ছে পরে।
  • এখন আপনার ব্লগ সার্চ ইঞ্জিন সহায়ক হয়ে গেছে।