তথ্য ও প্রযুক্তির মশাল জ্বলে উঠুক হাতে হাতে

কিভাবে ব্লগ Template ব্যাকআপ রাখবেন ?


আমরা যখন ওয়েব ডিজাইন করি তখন কোডিং এ ভুল হলে ওয়েবসাইট ব্রাউজারে প্রদর্শিত হয়না | তাই এ সমস্যা থেকে বাচতে টেমপ্লেট ব্যাকআপ রাখা জরুরী | এজন্য-

* প্রথেমে ব্লগে লগিন করুন।

* তারপর Settings থেকে Template এ ক্লিক করুন |

* এবার ডানপাশের উপরে দেখুন Backup/Restore লেখা আছে, সেখানে ক্লিক করুন।

* একটা পপআপ মেনু দেখতে পাবেন। সেখান থেকে Download full template এ ক্লিক করুন।

* অতঃপর Save Template সিলেক্ট করে ok করুন।

তাহলে টেমপ্লেট এর ব্যাকআপ তৈরি হলো |