সাইটম্যাপ হল ওয়েবসাইট এর একটি মানচিত্র।এটি search engine কে বলে দেয় এই সাইটটির বিষয়বস্তু কি এবং এই সাইটের কোথায় কি আছে ? যেমন ধরুন আপনাকে ঢাকা যেতে হবে, এখন আপনার কাছে যদি ঢাকার একটি মানচিত্র থাকে তাহলে সহজেই বুঝে যাবেন যে, ঢাকার কোথায় কি আছে ? ঠিক এই রকম ভাবে সাইটম্যাপ ও সার্চ ইঞ্জিন কে বলে দেয় সাইটের কোথায় কি আছে। এই জন্যই একটি সাইট এর জন্য সাইটম্যাপ তৈরি করা আবশ্যক। কারন আপনার সাইটের একটি সাইটম্যাপ থাকলে আপনি সহজেই সার্চ ইঞ্জিন কে বুঝিয়ে দিতে পারবেন আপনার সাইটের কোথায় কি আছে? ফলে ইনডেক্স করতে সুবিধা হয়|