মেটা ট্যাগ এবং মেটা ডিসক্রিপশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুটোই অন পেজ অপটিমাইজেশন এর অংশ। এটা যোগ করলে ব্লগে অনেক ভিজিটর পেতে পারেন।এমনকি মেটা ডিসক্রিপশন যোগ করে সাইট বা কোন পাতা সম্পর্কে ভিজিটরদেরকে আগেই থেকেই ধারনা দেওয়া যায়। এজন্য প্রথমে ব্লগে লগ ইন করুন। অতঃপর Settings থেকে Search Preferences এ যান।এখানে দেখুন Description লেখা আছে। এবার এই বক্সের মধ্যে আপনার সাইট সম্পর্কে সংক্ষিপ্ত বর্ননা লিখুন যা আপনার মুল সাইটের এবং পেজের ডিসক্রিপশন হিসাবে প্রদর্শিত হবে।আশা করি বুঝতে পেরেছেন|