ওয়েবসাইট বা ব্লগে লাইক বক্স যুক্ত করার জন্য
> প্রথমে ফেসবুকের লাইক পেজে যান |
> এবার Add Like Box এ ক্লিক করুন |
> ক্লিক করার পর একটি পেজ ওপেন হবে |
> ওপেন হবার পর আপনার ফেসবুক লাইক পেইজের URL এড্রেস দিয়ে অন্যান্য অপশন নিজের পছন্দ মত সেট করে নিন। (ওয়েবসাইট বা ব্লগে যুক্ত করার জন্য প্রিভিউ পাশে দেখে নিন)
> তারপর Get Code অপশনে ক্লিক করুন।
> প্রাপ্ত কোডের যে কোন একটি কপি বা ডাউনলোট করে নিন |
> এবার ওয়েবসাইট বা ব্লগে লগ ইন করে নুতন গ্যাজেট যুক্ত করে উক্ত কোড দিলেই তৈরি হয়ে যাবে লাইক বক্স।