অনেক সময় অপরিচিত নং থেকে মিস কল আসে অথবা sms দিয়ে বিরক্ত করে কিংবা পরিচিত কেউ দুষ্টামি করে | তখন খুব খারাপ লাগে এবং রাগ উঠে যায় | এমন অবস্হা থেকে মুক্তি পেতে বিরক্তিকর কল আটকে দেওয়া যায় এটা খুবই সহজ একটা ব্যাপার। এজন্য ফোন সেটিং থেকে কল সেটিং এ গিয়ে Black list on করে উক্ত নং ঐখানে সেভ করে দিন | এছাড়া সকল ইনকামিং কল বন্ধ রাখতে ডায়াল করুন *35*0000#
এবং চালু করতে #35*0000#
ডায়াল করুন | এসএমএস বন্ধ রাখতে *35*0000*16#
এবং এসএমএস চালু করতে #35*0000*16#
এখানে 0000 হচ্ছে পাসওয়ার্ড। এটা গ্রামীণফোনের কমন পাসওয়ার্ড।