Bkash একাউন্ট থেকে টাকা তোলার জন্য Bkash চিহ্নিত দোকানে গিয়ে Bkash এজেন্ট নং টা নিন |
* অতঃপর আপনার ফোন থেকে *247# ডায়াল করুন | Bkash মেনু আসবে।
* এবার 4 Cash Out অপশনটি নির্বাচন করুন।
* তারপর 1 From Agent নির্বাচন করুন |
* এবার এজেন্টের একাউন্ট নাম্বার দিয়ে OK করুন |
* কত টাকা তুলবেন তা প্রবেশ করিয়েOk করুন |
* অতঃপর আপনার ট্রানজেকশন পিন দিয়ে Ok করুন।
* আপনার ফোনে একটি SMS আসবে, ততক্ষন অপেক্ষা করুন | SMS আসলে আপনার টাকা বুঝে নিন |