Anchor text মানে text এর মধ্যে কিছু লুকিয়ে রাখা | অর্থাৎ কোন সাইটে নিজের সাইটের ঠিকানা কোন মৌলিক কীওয়ার্ড দিয়ে সরাসরি লেখাকে anchor text বলে। অনেকে ব্লগে নিজের নাম লিখে সাইটের ঠিকানা দিয়ে আসে এটাও anchor text বটে। মূলত ওয়েব পেজে প্রদর্শিত লাইনের মধ্যে কয়েকটি শব্দ হাইলাইটেড করে কোন সাইটের ঠিকানা লুকিয়ে রাখা বা কোন তথ্য রাখাকে anchor text বলে |সাধারনত anchor text এ মাউস রাখলে সাইটের ঠিকানা দেখা যায়। আমরা কোন কিছু ডাউনলোট করতে গেলে দেখি click here,মূলত উক্ত লেখার নিচে লিংকটা লুকানো থাকে | এটাই anchor text .