অনেক সময় অহরহ ফ্রেন্ড রিকুয়েষ্ট আসে। আর অনেকে আছেন যারা চান না যে তাদের আইডিতে আননোন রিকুয়েষ্ট আসুক।এক্ষেত্রে আপনি আপনার+Add as Friend বাটনটি হাইড/ডিসেবল করে রাখতে পারেন। তার জন্য প্রথমে আপনার ফেজবুকে ঢুকে Privacy Settingsএ ক্লিক করুন। এবার আপনি who can contact me? থেকে edit এ ক্লিক করুন।তারপর everyone থেকে friends of friends সিলেক্ট করে done এ ক্লিক করুন | ব্যাস আপনার কাজ শেষ। এক্ষেত্রে যারা ফ্রেন্ডলিষ্টে আছেন তাদের ফ্রেন্ডগন শুধু রিকুয়েষ্ট পাঠাতে পারবে।এছাড়া আর কেউ+Add as Friendবাটনটি দেখতে পাবে না।