আজকে শেয়ার করবো মেয়েরা শারীরিক ভাবে উত্তেজিত হয়ে পড়লে কি কি লক্ষন দেখা যায় । তবে অনেক সময় এসব লক্ষন একেকজনের একেক রকম হয়ে থাকে । তারপরও বেশিরভাগ মেয়েদের এরকম হয়
✔✔মেয়েদের যৌন উত্তেজনার লক্ষণঃ
☞ মেয়ে উত্তেজিত হয়ে পড়লে এবং কামবিহ্বল হলে তার দু’টি চোখ অর্দ্ধনিমীলিত ও রক্তবর্ণ ধারণ করে।
☞ জোরে জোরে নিশ্বাস পড়তে থাকে।
☞ চেহারার মধ্যে উত্তেজনার ভাব স্পষ্ট ফুটে ওঠে।
☞ হাত পা শিথিল হয়ে পড়ে।
☞ চোখ বুজে থাকতে চায়।
☞ তার লজ্জা কমে যায়, পুরুষ তার অঙ্গ স্পর্শ করলে সে তাতে বাধা দেয় না।
☞ পুরুষ তার গোপন স্থানে হাত দিলে বা চাপ দিলে সে তা উপভোগ করে।
☞ সব রকম ভয়, সঙ্কোচ কাটিয়ে সারাটা দেহই সে পুরুষকে অর্পণ করে।
আজকে বিদায়, ভাল থাকবেন সবাই.....